Tuesday, 24 December 2019

Keshto Song Lyrics(কেষ্ট) 2019 bengali song - Debdeep Mukhopadhyay

ad300
Advertisement

Keshto Song Lyrics(কেষ্ট) 2019 bengali song by Debdeep Mukhopadhyay form Teko bengali Movie.

Keshto

Keshto Song Lyrics (কেষ্ট)  bengali song Credits :

Song title: Keshto
Singer: Debdeep Mukhopadhyay
Music: Savvy
Lyrics: Ritam Sen
Chorus: Raja Bhattacharya, Gaurab Tapadar
Chorus Arrangement: Savvy
Piano: Savvy
Programmed by: Shamik Chakraborty
Mixed and Mastered by Subhadeep Mitra
Recorded at: Dbjunction, Kolkata

Keshto Song video :

Keshto Song Lyrics (কেষ্ট) in bengali:

রোগা থেকে মোটা হবে কালো থেকে ফর্সা
দাদ হাজা চুলকুনি দারুন সমস্যা।
গোপনে, মদ ছাড়ান !
স্বামীকে, ঘরে ফেরান !
বশীকরণের বলে এই অমাবস্যায় ।


এত কিছু চাইনে যা রয়েছে তাইনে
বেঁচে আছি এইটাই তো যথেষ্ট।
রাখে হরি মারেকে ?
মানে মানে বুঝেনে
বহু কষ্টে পাওয়া যায়রে কেষ্ট।

এত কিছু চাইনে যা রয়েছে তাইনে
বেঁচে আছি এইটাই তো যথেষ্ট।
রাখে হরি মারেকে ?
মানে মানে বুঝেনে
বহু কষ্টে পাওয়া যায়রে কেষ্ট।


চুল পড়ে গেছে সব চুল
ভুল হয়ে গেছে ভীষণ ভুল
চলে গেছে,
সব যা ছিল আমার।

চুল পড়ে গেছে সব চুল
ভুল হয়ে গেছে ভীষণ ভুল
চলে গেছে,
সব যা ছিল আমার।


যাক যা গেছে বরং যাক
টাক শাক ঢাকেনা গো টাক
জলে গেছে [ জলে গেছে]
সব যা ছিল আমার।

বেনও জলে ভেসে যাওয়া
সোজা নয় ভাইরে
মহিষের সিং ধরে
জোর্সে ঝাঁকাইরে।

ঘরে খেয়ে মোষ তাড়াক
অল্প ব্যায় বিদেশ যাক।
অফিসে তাবলে কোরোনা কামাই রে !


এত কিছু চাইনে যা রয়েছে তাইনে
বেঁচে আছি এইটাই তো যথেষ্ট।
মারে হরি রাখে কে ?
মানে মানে বুঝেনে
বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট।

এত কিছু চাইনে যা রয়েছে তাইনে
বেঁচে আছি এইটাই তো যথেষ্ট।
রাখে হরি মারেকে ?
মানে মানে বুঝেনে
বহু কষ্টে পাওয়া যায় রে কেষ্ট।

বহু কষ্টে পাওয়া যায়রে কেষ্ট
বহু কষ্টে বহু কষ্টে বহু কষ্টে 
পাওয়া যায়রে কেষ্ট।
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: