Tuesday, 24 December 2019

Naam Na Jana Pakhi Lyrics (নাম না জানা পাখি) Bengali songs Arijit Singh | Shreya Ghoshal | Sourav Das | Ka Kha Ga Gha Bengali movie

ad300
Advertisement

Naam Na Jana Pakhi Lyrics (নাম না জানা পাখি)  Bengali song Shreya Ghoshal and Arijit Singh from Ka Kha Ga Gha Bengali Movie.

Naam na jana pakhi


Naam Na Jana Pakhi (নাম না জানা পাখি)  Bengali song Credits :

Movie Name: Ka Kha Ga Gha
Singer:  Arijit Singh and Shreya Ghoshal
Music Director & Lyricist: Anindya Chatterjee
Directed by: Dr. Krishnendu Chatterjee
Cinematographer: Joydeep Banerjee
Editor: Argha Kamal Mitra
Music Partner: Amara Muzik

Naam Na Jana Pakhi Lyrics (নাম না জানা পাখি) songs In Bengali:

আজ এক নাম না জানা কোনো পাখি
ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো
আজ এলো কোন অজানা বিকেল
গান দিলো গোধূলী এক দু মুঠো

আজ এক নাম না জানা কোনো পাখি
ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো
আজ এলো কোন অজানা বিকেল
গান দিলো গোধূলী এক দু মুঠো 

তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই 

আজ এক নাম না জানা কোনো হাওয়া
চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলো
টুপটাপ বৃষ্টি ফোটা গেলো থেমে
ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো

তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই 

আজ যদি গল্প হয়
চুপচাপ রূপকথার
লাল নীল কমলা রোদ ক্যানভাসে
আজ যদি বৃষ্টি হয়
যেন প্রানপনে ভিজবো খুব
রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি

তুমি যাবে কি ? বলো যাবে কি ?
দেখো ডাকছে ডাকলো কেউ
তুমি পাবে কি ? পা পাবে কি ?
সামনে বেপরোয়া ঢেউ

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই 

ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই ....


Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: