Monday, 23 December 2019

Bhanga Dana Lyrics ( ভাঙ্গা ডানা ) Bengali | Uraan | Shreya Ghoshal | Srabanti | Shaheb | Joy Sarkar

ad300
Advertisement

Bhanga Dana Lyrics ( ভাঙ্গা ডানা ) by Shreya Ghoshal from Uraan bengali Movie. Featuring: Srabanti Chatterjee And Shaheb Bhattacharya. Music Composed by Joy Sarkar And Jege Jege Koto Raat Paar Kore Deowa Raat Lyrics Written by Srijato. Song Programming by Sabuj-Ashish. Mixed and Mastered by Abhijit Tenny Roy.

Bhanga Dana Lyrics ( ভাঙ্গা ডানা ) Songs Credits :


Song: Bhanga Dana
Singer: Shreya Ghoshal
Movie: Uraan
Music: Joy Sarkar
Lyrics: Srijato

Bhanga Dana
Pagli Tor Pagla Koi Song Lyrics (পাগলি তোর পাগলা কই) In Bengali :
ভাঙ্গা ডানা,
তবু আকাশের দিকে চোখ ।
প্রতিটি শব্দ,
অঙ্গীকারের হোক ।

ভাঙ্গা চোরা নদী,
সমুদ্রে ধাবমান ।
আমি কথা হবো,
সুর জুড়ে জুড়ে গান ।

যত রাতই হোক,
আগুন একাই জ্বলে ।
যত রাতই হোক,
আগুন একাই জ্বলে ।
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

খড়কুটো তবু,
আগলে রেখেছি ঘর ।
লেখায় লেখায়,
শান দেওয়া অক্ষর ।

সময়ের কাছে,
হার মানবো না তাই;
আঙুল বুলিয়ে,
আকাশকে ছুঁতে চাই ।

লোকে তো বলবে,
লোকে কত কিছু বলে ।
লোকে তো বলবে,
লোকে কত কিছু বলে ।
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

খোলা চুলে আজ,
ফুটে আছে যত তারা ।
তারাই বিরোধী মশালের আস্কারা ।

আছি বৃষ্টিতে, আছি বসন্ত শীতে ।
অথবা জ্বলছি এককোনা ফুলকিতে ।

আমি সেই জেদ, হেরে যাওয়া অঞ্চলে
আমি সেই জেদ, হেরে যাওয়া অঞ্চলে
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

এই উড়ে চলা, ঘরে ফিরবার নয় ।
এত ঝড় শুধু কন্যা রাশিতে সয় ।
অতলে নেমেছি, দুপায়ে ছুঁয়েছি চূড়া ।
ঘরে ঘরে আছে আমাদের বন্ধুরা ।
নেই জন্মের শহরে মফঃস্বলে ।
উড়ান, আমার উড়ান...
দেখি আমায়, কোথায় নিয়ে চলে ।

Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: