Tuesday, 24 December 2019

Bisher Churi Lyrics (বিষের ছুরি) Bengali song - Jisan Khan Shuvo - Love song

ad300
Advertisement

Bisher Churi (বিষের ছুরি) Song Lyrics Is Sung by Jisan Khan Shuvo Bangla Song. Starring: Sabbir Arnob And Irin Afrose. Amar Monta Kore Churi Buke Marli Bisher Churi Song Lyrics Written by Jisan Khan Shuvo.

Bisher Churi

Bisher Churi Lyrics  bengali song Credits :


Song : Bisher Churi
Singer:Jisan Khan Shuvo
Lyric, Tune & Singer : Jisan Khan Shuvo
Music : Amzad Hossain
Starring : Sabbir Arnob & Irin Afrose
Cinematography : Raju Raj
Edit & Color : Ismail Hossain
Video Director : Khairul Papon
Video Production : MOTION ROCK
Label: Dhruba Music Station

Bisher Churi Video :


Bisher Churi Lyrics Song in bengali :

আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু,
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি।

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি,
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি
আমার মন...
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি।

ও.. একজীবনে এত দুঃখ আমায় কেনো দিলি
তুইতো এমন ছিলি নারে এমন কেন হলি,
দূর আকাশের তারাগুলো আমায় ডেকে বলে
তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে।
আমার মন ..
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু,
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি।

ও রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি
তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি,
খুব যতনে সঙ্গোপনে আইকাছি তোর ছবি
এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি।
আমার মন..
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি বন্ধু,
নিদয়া পাষাণ তোর এত অভিমান
তোরে ছাড়া একলা জীবন ক্যামনে দেই পাড়ি।

অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি,
অন্তরালে বিষের আগুন জ্বলে ধিকি ধিকি
প্রেম অনলে সবই গেল নাইরে কিছু বাকি,
আমার মন...
আমার মনটা করে চুরি,
বুকে মারলি বিষের ছুরি
কোথায় গিয়া হইলি গোপন
ধরতে নাহি পারি ..

Releted video:
O LOLONA LYRICS (ও ললনা)
Oh Ki Lagche Lyrics (ও কি লাগচে)
Share This
Previous Post
Next Post

Pellentesque vitae lectus in mauris sollicitudin ornare sit amet eget ligula. Donec pharetra, arcu eu consectetur semper, est nulla sodales risus, vel efficitur orci justo quis tellus. Phasellus sit amet est pharetra

0 comments: