Advertisement |
O Lolona Lyrics (ও ললনা) by Shiekh Sadi Bangla Song. O Lolona Song Lyrics in Bengali written by Shiekh Sadi And Music composed by Sahriar Rafat. Featuring: Mariya Nooni, Sayam And Ridhi. Video song directed by Saikat Reza.
O Lalona |
Lolona Lyrics bengali song Credits :
Song: O LOLONA
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shiekh Sadi
Music: Sahriar Rafat
Acoustic Guitar: Rajib Ghosh
Album: LOLONA
Special Thanks to: Mehedi Hasan Limon
PR: DHOOLI communications.
Produced by: CMV
Label: Central Music and Video [CMV]
O Lolona Video :
O Lolona Lyrics Song in bengali :
ও ললনা, ও ললনা
ও ললনা, ও ললনা
তুমি আমার মনটা বুঝো না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না।
আমার বুকের পিঞ্জিরাতে,
ছিল তোমার বসবাস
তুমি মনের যায়গা দিলা না
তোমার কাছে ছিলাম আমি,
ফ্লেক্সি লোড আর টাইমপাশ
পকেট খালি পাইনা তোর সুবাস
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না।
টেডি বিয়ার, বারবি ডল,
আইসক্রিম আর চিকেন বল
তুমি আমার কমতো খাইলা না
টেডি বিয়ার, বারবি ডল,
আইসক্রিম আর চিকেন বল
তুমি আমার কমতো খাইলা না
নিজের বেলায় ষোলআনা
আমার বেলায় চাইর আনা
ভালোবাসা জমা রইলো না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
দেহ দিলা মনটা দিলা না।
বাপের আমি ছোট পোলা
তোমার লাইগা পকেট খোলা
বাপের ক্যাশে হিসাব মেলে না
ও ললনা,
তোমার লাগি কর্য্য মেটে না
ও ললনা,
তোমার লাগি কর্য্য মেটে না।
প্রেমসাগরে ডুবায়ে দিলা,
ঠাঁইতো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না
ও ললনা,
তোমার সাথে আমার বনে না
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না।
আমার বুকের পিঞ্জিরাতে,
ছিল তোমার বসবাস
সেথায় এখন গরু খায় ঘাস।
প্রেমের নামে ছিনি-মিনি
ভালোবাসা ভণ্ডামি
এই নীতি মোর জানা ছিলো না
ও ললনা,
তুমি আমার কদর করলে না
ও ললনা,
ভালোবাসার মূল্য দিল না।
ও ললনা,
নাটক বুঝো আবেগ বুঝো না ..
Releted Lyrics Songs :
Oh Ki Lagche Lyrics (ও কি লাগচে)
0 comments: